21 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ৫ মাসে বাখমুতে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

৫ মাসে বাখমুতে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র


বিএনএ, বিশ্বডেস্ক :ইউক্রেনের বাখমুত শহরে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যুদ্ধে রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ।  আহত হয়েছেন আরও ৮০ হাজার সেনা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।নিহতদের অর্ধেকই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্য।

যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু বর্তমানে মাত্র কয়েকশ বেসামরিক রয়ে গেছেন।

সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে বাখমুতের জয় খুব বড় কোনো প্রভাব ফেলবে না। কিন্তু রাশিয়া কোনো এক অজানা কারণে প্রায় ১০ মাস ধরে এক শহরের পেছনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে।

বর্তমানে বাখমুতের ছোট্ট একটা অংশ ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকেই দেশটির সেনারা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ