বিএনএ, রাঙামাটি : সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত এসএসসি ও সমমান পরীক্ষার লক্ষ্যে সরকার সব ধরণের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছেন। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম অব্যাহত রাখার অভিযোগে রাঙামাটিতে তিন কোচিং সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ মে) রাঙামাটি শহরের সায়েন্স পয়েন্ট, লার্নারস কেয়ার ও একটি ঘরোয়া কোচিং সেন্টারকে এক হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, গত ২৫ এপ্রিল সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত এসএসসি ও সমমান পরীক্ষার লক্ষ্যে রাঙামাটিতে সব ধরণের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে আইন অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। তারই ধারাবাহিকতায় সোমবার অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা সত্বেও আইন অমান্য করার অভিযোগে তিন কোচিং সেন্টারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।