21 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে জাল নোটসহ গ্রেপ্তার ২

রাজধানীতে জাল নোটসহ গ্রেপ্তার ২


বিএনএ, ঢাকা: রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২ এপ্রিল) ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন মো. মামুন শেখ ও মো. মেশকাত চৌধুরী। শনিবার (১ এপ্রিল) রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির উত্তরা বিভাগ।

ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমান জানান, ইস্কাটন গার্ডেন এলাকার টেলিযোগাযোগ (বিটিসিএল) ভবনের সামনে অভিযান চালিয়ে এক লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান হাবিবুর রহমান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ