23 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৫
Bnanews24.com
Home » চন্দনাইশে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

চন্দনাইশে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

চন্দনাইশে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশে বজ্রাঘাতে ইউনুছ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় শঙ্খ নদীর দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইউনুছ শনিবার সকালে দুজন শ্রমিক সঙ্গে নিয়ে জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। শঙ্খ নদীর দক্ষিণ পাড়ে যাওয়ার পর হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের বিকট শব্দে তারা মাটিতে লুটিয়ে পড়েন।

এর কিছুক্ষণ পর শ্রমিকেরা ওঠে দেখেন, ইউনুছ অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ