14 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

বিএনএ, ঢাকা : রাজধানীর সবুজবাগের বরইতলা এলাকায় গাড়ির ধাক্কায় সোহেলা বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। শনিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে সোহেলা বেগমকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।

তিনি বলেন, সোহেলা বেগম বাসা বাড়িতে কাজ করতেন। সকালে সিদ্ধেশ্বরী এলাকায় কাজ করতে যাওয়া সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, সোহেলা সবুজবাগে আদর্শ পাড়া বরইতলা এলাকার ১২৪/৪ নাম্বার বাসায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিযা জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ