18 C
আবহাওয়া
২:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে একদিনে শনাক্ত ১৩ লাখের বেশি

বিশ্বে একদিনে শনাক্ত ১৩ লাখের বেশি

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৯৪৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট শনাক্ত হয়েছেন ৪৮ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৮৯০ জন। এ ছাড়া নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪৫ জনের। বিশ্বজুড়ে মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৭০ হাজার ৬৯১ জন।

শনিবার (২ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শুক্রবার দৈনিক আক্রান্তের হিসেবে বিশ্বের মধ্যে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮০ হাজার ১৮৭ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬০ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৪২ হাজার ১৯৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৩৩৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৬ হাজার ৮৬০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৫১৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭ হাজার ৯৮৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৩৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ২৯৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১৬৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৬৫ জনের।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ