বিএনএ, স্পোর্টস ডেস্ক : কেনিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে কেনিয়াকে।
যদিও খেলার প্রথমার্ধটা খারাপ গেছে স্বাগতিক দলের। কেনিয়া ১৮-১০ পয়েন্টে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট নিয়ে প্রথমে সমতায় ফেরে। তারপর আস্তে আস্তে কেনিয়াকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে।
শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উপহার দিয়েছে আন্তর্জাতিক ট্রফি।
বিএনএনিউজ/ এইচ.এম।