24 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে আবারও লকডাউন

জাবিতে আবারও লকডাউন

২২ ফেব্রুয়ারী থেকে জাবিতে স্ব শরীরে ক্লাস শুরু

বিএনএ, জাবি: করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) আগামী ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন জানান, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনলাইনে চলবে। এ সময় শিক্ষক – কর্মকর্তাদের জন্য পরিবহন ব্যাবস্থাও বন্ধ থাকবে। তবে জরুরি সেবা সমূহ চালু থাকবে। এছাড়া ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত করা এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যাক্তিদের সাস্থবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গতবছর ১৮ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রসাশন। এরপর ১২ জুলাই ২০২০ প্রশাসনিক কার্যক্রম চালু করা হয়।

বিএনএ/ শাকিল, ওজি 

Loading


শিরোনাম বিএনএ