17 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজন জীবন্ত দগ্ধ

কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজন জীবন্ত দগ্ধ

উখিয়া উপজেলাস্থ শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে

বিএনএ, কক্সবাজার: জেলার উখিয়া উপজেলাস্থ শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজন জীবন্ত দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার(১ এপ্রিল) রাত আড়াইটার এ আগুনে আহত হয়েছেন কয়েকজন। এছাড়া পুড়ে গেছে বেশকিছু দোকানপাট।

জানা যায়, স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমদাদুল হক গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ। কতটি দোকান ও স্থাপনা পুড়েছে এবং নিহতদের পরিচয় সম্পর্কে তিনি তাৎক্ষণিক কিছু জানাতে পারেন নি।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ