বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ৭ম বারের মত উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’। রবিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে এ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের নেতৃত্বে সার্কিট হাউস থেকে এক র্যালি বের করা হয়।
র্যালি শেষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
তিনি বলেন, ‘দিবসটির মূল উদ্দেশ্য হলো নাগরিকদের সচেতন করা, ভোটদানে জনগণকে আগ্রহী করে তোলা। ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরোনো সিস্টেম। এ প্রক্রিয়াকে পুনরুদ্ধার করতে হবে। যে কোনও শর্তে, যে কোনও অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান। এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে দুপুরের পর থেকে নগরের লাভ লেনস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দিনব্যাপি এনআইডি সেবা কার্যক্রম শুরু হয়।
বিএনএনিউজ/ নাবিদ