29 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » দেশে এখন ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ

দেশে এখন ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ


বিএনএ, ঢাকা : বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। দেশটিতে এখন ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। গত বছরের তুলনায় ভোটার বৃদ্ধি পেয়েছে এক দশমিক পাঁচ চার শতাংশ।

ভোটার দিবস পালনের উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সপ্তমবারের মতো দেশে আজ রোববার (২ ফেব্রুয়ারি) ভোটার দিবস পালিত হচ্ছে।

তিনি জানান, “দেশে আজকের দিন পর্যন্ত মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ছয় কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। মহিলা ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫। হিজড়া ৯৯৪ জন”।

গত বছর ২ মার্চে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। সে তুলনায় এ বছর এক দশমিক পাঁচ চার শতাংশ ভোটার বেড়েছে।

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে সবার সহযোগিতা প্রয়োজন।

বাড়ি বাড়ি গিয়ে এখনো ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ