29 C
আবহাওয়া
১:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » দেশে মোট ভোটার হচ্ছে ১২ কোটি সাড়ে ১৮ লাখ

দেশে মোট ভোটার হচ্ছে ১২ কোটি সাড়ে ১৮ লাখ


বিএনএ, ঢাকা: দেশে ভোটার তালিকার হালনাগাদ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মার্চ) এ তালিকা প্রকাশ করে ইসি।

তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৩২ জন।

এর আগে এ বছর ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেই সময় হালনাগাদে যুক্ত হয়েছিল ২০ লাখ ৮৬ হাজার ভোটার যুক্ত হয়েছিল। ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ