22 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » এবার গাউসুল আজম মার্কেটে আগুন

এবার গাউসুল আজম মার্কেটে আগুন


বিএনএ, ঢাকা:বেইলি রোড ট্রাজেডির দুদিন না যেতেই এবার আগুন লেগেছে রাজধানীর নিউমার্কেট এলাকায়। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নিউমার্কেটের পাশেই অবস্থিত গাউসুল আজম মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে এই মূহুর্তে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানিয়েছেন, নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনের তীব্রতা অবশ্য তেমন ভয়াবহ নয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ