15 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা বার নির্বাচনে আ’লীগ সমর্থকদের জয়

ঢাকা বার নির্বাচনে আ’লীগ সমর্থকদের জয়

ঢাকা বার নির্বাচনে আ'লীগ সমর্থকদের জয়

বিএনএ, রিপোর্ট: ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বেশিরভাগ পদে জয় পেয়েছেন।

২৩টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২১টি পদে জয় লাভ করেছে। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল জিতেছে মাত্র ২টি পদে।

শুক্রবার (১ মার্চ) রাতে নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ আইনজীবী ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন।

সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ