15 C
আবহাওয়া
৮:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » রাবি : অবরুদ্ধ ছাত্র উপদেষ্টাকে উদ্ধার, প্রশাসনের আশ্বাসে হলে ফিরলেন শিক্ষার্থীরা

রাবি : অবরুদ্ধ ছাত্র উপদেষ্টাকে উদ্ধার, প্রশাসনের আশ্বাসে হলে ফিরলেন শিক্ষার্থীরা


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীকে নির্যাতনে অভিযোগ ওঠে সঙ্গীত অবরুদ্ধ ছাত্র উপদেষ্টাকে উদ্ধার, প্রশাসনের আশ্বাসে হলে ফিরলেন শিক্ষার্থীরা এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্তকে হলের কক্ষ পরিবর্তন করে অন্য ব্লকে থাকার নির্দেশ দেন ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর।

ছাত্রী নির্যাতনের ঘটনা তদারকি করতে গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূরকে হলের অভ্যন্তরে অবরুদ্ধ করেন অভিযুক্ত শিক্ষার্থীসহ তার বিভাগের সহপাঠীরা। তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকেল পাঁচটায় তাকে হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে ছাত্র উপদেষ্টার সিদ্ধান্ত না মেনে সহপাঠীদের নিয়ে আন্দোলনে নামেন অভিযুক্ত শিক্ষার্থী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে এবং পরে প্রশাসনিক ভবনে বিক্ষোভ করে তারা। রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলামের আশ্বাসে হলে ফিরে যান বিক্ষুব্ধরা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সুলতান-উল-ইসলাম সাংবাদিকদের জানান, “প্রশাসন থেকে জানানো হয়, “আমরা তোমাদের প্রত্যেকটি বিষয় নিয়ে আগামীকাল আলোচনায় বসবো। আমাদের প্রতি তোমরা বিশ্বাস রাখো। বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব, সেটা কিন্তু তোমাদের কাছে প্রমাণিত। আগামীকাল সঙ্গীত বিভাগের শিক্ষক, সমাজকর্ম বিভাগের শিক্ষক, হল প্রশাসনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত আলোচনায় আমরা সিদ্ধান্ত নেবো।”

পরে সঙ্গীত বিভাগের সভাপতির অনুরোধে তারা হলে ফিরে যান।

এদিকে, মঙ্গলবার রাতে ছাত্রী নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের এক শিক্ষার্থীকে সাতদিন ধরে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে দোলন নামে এক আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে রামেকের ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

বিএনএ/সাকিব/lএইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম