বিএনএ ডেস্ক:করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১ মার্চ) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস) থেকে টিকার প্রথম ডোজ নেন তিনি। সবাইকে টিকা নিয়ে ভারতকে করোনামুক্ত করার আহ্বানও জানান।
টিকা নেওয়ার পর টুইটারে ছবি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী।
টুইটারে তিনি লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত তাদের সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’
উল্লেখ্য, ১৬ জানুয়ারি ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে দেশেটিতে দ্বিতীয় দফার টিকাদান শুরু হয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া