26 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম:  নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামে মিছিলের প্রস্তুতির সময় ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর সদরঘাট থানাধীন নেভাল-২ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।

সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রকীগের নেতাকর্মী। তারা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম করার প্রস্তুতি নিচ্ছিলেন। সংবাদ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ