26 C
আবহাওয়া
৩:৫৪ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » অধ্যাপক ড. এহতেসাম-উল হক মাউশি মহাপরিচালক

অধ্যাপক ড. এহতেসাম-উল হক মাউশি মহাপরিচালক

অধ্যাপক ড. এহতেসাম-উল হক মাউশি মহাপরিচালক

বিএনএ, ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. এহতেসাম-উল হক। তিনি পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তার নিয়োগের ফাইল অনুমোদন হয়েছে ।

রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৪ জানুয়ারি চাকরির বয়সসীমা শেষ হওয়ায় অবসরোত্তর ছুটিতে যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম। তারপর থেকে এ পদটি ফাঁকা ছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর ২১ আগস্ট মাউশির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক নেহাল আহমেদ। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। এরপর মাউশির রুটিন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। পরে তাকে মহাপরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।

এদিকে, একই দিনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) গুরুত্বপূর্ণ অর্থ ও ক্রয় উইংয়েও পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা গোপীনাথ পাল। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের গণিতের অধ্যাপক।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ