21 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » লিবিয়া উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি বলে আশঙ্কা

লিবিয়া উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি বলে আশঙ্কা

লিবিয়া উপকূলে ২০ মরদেহ উদ্ধার

বিশ্ব ডেস্ক:  লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলো বাংলাদেশি নাগরিকদের বলে ধারণা করা হচ্ছে। সূত্র : আফ্রিকানিউজ।

স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, শনিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহগুলো এতটাই পচে গেছে যে তাদের সুনির্দিষ্ট জাতীয়তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশি হতে পারেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় উদ্ধারকৃত ২০টি মরদেহ ইতোমধ্যে দাফন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্রই মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস তাদের অফিশিয়াল পেজে একটি পোস্টের মাধ্যমে জানায়, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত কয়েকদিনে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো ধারণা করছে, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত করতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে।

এদিকে, দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যেকোনো তথ্য জানাতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে দূতাবাস। এ সংক্রান্ত তথ্য জানাতে ফেসবুক কমেন্টের মাধ্যমে বা দূতাবাসের দাফতরিক মোবাইল নম্বর (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ