22 C
আবহাওয়া
৫:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বই বিতরণ

ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বই বিতরণ

ইসলামিক ফাউন্ডেশন

ঢাকা:সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষা কেন্দ্রে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (জেলা জজ) আঃ ছালাম শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করেন।

এসময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) এ এস এম শফিউল আলম তালুকদার ও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মোঃ আব্দুস সবুর-সহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দু’টি প্রকল্পের মোট ৭৪ হাজার ১০টি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পুস্তক বিতরণ করা হয়। এর মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে ৭৩ হাজার শিক্ষাকেন্দ্র এবং দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পভুক্ত বাকি ১ হাজার ১০টি কেন্দ্রে পুস্তক বিতরণ করা হয়।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ