17 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মাদারীপুরে কিশোরীর মরদেহ উদ্ধার

মাদারীপুরে কিশোরীর মরদেহ উদ্ধার


বিএনএ,ডেস্ক:মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের পাড় থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক কিশোরীর (১০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে শিবচর উপজেলার বাবলাতলা এলাকা থেকে মরদেহটি পাওয়া যায়।এখন পর্যন্ত মরদেহের  কোনও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আড়িয়াল খাঁ নদের পাড়ে মরদেহটি  ভেসে থাকতে দেখে এলাকাবাসী।আসিব নামের একজন ৯৯৯ নাম্বারে কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ এসে বস্তা কেটে মরদেহটি  উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। বস্তার ভিতরে সিমেন্ট মিশ্রিত ইটের কংক্রিট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে লাশটি যেন ভেসে উঠতে না পাড়ে তাই বস্তার ভিতরে ইটের কংক্রিট ব্যবহার করা হয়েছে। হয়তো শ্বাসরোধ করে ওই কিশোরীকে হত্যা করে।এবং হত্যার পর বস্তাবন্দী করে নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা।

বিএনএ নিউজ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ