19 C
আবহাওয়া
১১:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চলতি বছরে ১০ লাখ ড্রোন কিনবে ইউক্রেন

চলতি বছরে ১০ লাখ ড্রোন কিনবে ইউক্রেন


বিএনএ, বিশ্বডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দুই বছরের কাছাকাছি পৌঁছালেও কোনো সমাধানের চিহ্ন এখনো দৃশ্যমান নয়। সাম্প্রতিক আক্রমণ ও হতাহতের জেরে দুই পক্ষই সমর শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে।

এ লক্ষ্যে সদ্য শুরু হওয়া ২০২৪ সালে কমপক্ষে ১০ লাখ ড্রোন কিনবে ইউক্রেন। সোমবার (১ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য দেন বলে আনাদোলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্মে লেখা এক কলামে রুস্তেম উমেরভ বলেন, ২০২৪ সালে কমপক্ষে ১০ লাখ ড্রোন কেনার পরিকল্পনা করেছে ইউক্রেন। প্রথমবারের মতো ড্রোনের বাস্তব প্রয়োজনীয়তা অনুধাবন করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রথম চালানের ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোনের অর্ডার দিয়েছে বলেও জানান মন্ত্রী। উমেরভ বলেন, কার্যকর রসদ, কম খরচে কেনাকাটা ও যুদ্ধের জন্য পর্যাপ্ত সংখ্যক যন্ত্রাংশ তৈরিতে কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুদ্ধক্ষেত্রে প্রয়োগের জন্য স্পষ্ট মানদণ্ড ও নীতিমালার অভাবের কারণে এতদিন ইউক্রেন এফপিভি কেনেনি বলেও জানান উমেরভ।

মন্ত্রী আরো বলেন, সেনাবাহিনীর যা প্রয়োজন সেটাই কেনা উচিত ইউক্রেনের। ইতিমধ্যেই এর কার্যকারিতা প্রমাণ হয়েছে।

বছরের শেষ সপ্তাহে রুশ-ইউক্রেন হামলা নতুন মোড় নিয়েছে। বিস্তৃত আন্তঃসীমান্ত হামলায় কয়েক দিনের ব্যবধানে দুই পক্ষেই কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ