29 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভিউ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব সম্পন্ন

চট্টগ্রামে ভিউ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব সম্পন্ন


বিএনএ ডেস্ক :চট্টগ্রামের ভিউ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সোমবার(১ জানুয়ারি) বই উৎসব সম্পন্ন হয়েছে।  এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে। শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকগণের মাঝেও উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তাঁদের সন্তানরা বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যবই হাতে পাওয়াতে প্রধানমন্ত্রীর প্রতি  ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে কেক কেটে ইংরেজি নববর্ষ ২০২৪ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিমা আক্তার, জিন্নাতুন নাহার জেনী, লীপা আক্তার, আকলিমা আক্তার, আনার কলি, সানজিনা আমিন, নাসরিন আক্তার সাথী, ফজিলা আক্তার মুন্নি প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত ১ বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার ১ নভেম্বর হতে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে শিল্প স্থাপনে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার জাপানে শতবর্ষী নাগরিকের সংখ্যা ৯৫ হাজার ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ঝিনাইদহে দুই শিবিরকর্মী হত্যার দায়ে ৮পুলিশসহ ২৩জনের বিরুদ্ধে মামলা জুলাই গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিক হলেও রেহাই নেই : নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দর মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ