25 C
আবহাওয়া
৬:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনের দিনও চলবে গণপরিবহন

নির্বাচনের দিনও চলবে গণপরিবহন

নির্বাচনের দিনও চলবে গণপরিবহন

বিএনএ, চট্টগ্রাম :  ভোটার উপস্থিতি নিশ্চিত করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চালু থাকবে। এ ছাড়া রেগুলার লাইনের বাস ও প্রাইভেটকারও চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানায়। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্টিমার চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার(২ জানুয়ারি)  সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২য় পর্যায়ে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এর আগে ৩১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছিল যে, ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ