28 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - মে ৫, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

বিএনএ বিশ্ব ডেস্ক: ভারতে মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আক্রান্তের এই প্রবণতাকে সংক্রমণের শুরুর দিকের চেয়ে আশঙ্কাজনক মনে করা হচ্ছে। দেশটির রাজধানী দিল্লিতে একদিনেই ৫০ শতাংশ শনাক্ত বেড়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দেয়া তথ্য অনুযায়ী, ওমিক্রনের প্রভাবেই দিল্লিতে গত কয়েকদিনে শনাক্ত বেড়েছে। হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল ও জিম। অর্ধেক লোক দিয়ে সরকারি-বেসরকারি অফিস পরিচালনা, অর্ধেক যাত্রী বহনের শর্তে পাবলিক ট্রান্সপোর্ট চালু রাখা এবং রাতে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, নিষেধাজ্ঞা আরও প্রয়োজন কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরতে হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ