বিএনএ, ঢাকা: দেশে করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত ৭৭ হাজার ৬৫ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। শনিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন মোট ৩৪ হাজার ৬১ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ২২ হাজার ৪৭৩ জন এবং নারী ১১ হাজার ৫৮৮ জন। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট ৪৩ হাজার চারজনকে। ফলে এখন পর্যন্ত মোট ৭৭ হাজার ৬৫ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।
এছাড়াও এদিন সারাদেশে তিন লাখ ১৩ হাজার ৯৯৯ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন ৭ কোটি ৪১ লাখ ৬২২ জন। এদিন পাঁচ লাখ ৬৪ হাজার ৭৯৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন।
বর্তমানে সারা দেশে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে।
বিএনএ/এমএফ