17 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ট্রাইবেকারে মোহামেডানকে হারিয়ে সেমিতে সাইফ

ট্রাইবেকারে মোহামেডানকে হারিয়ে সেমিতে সাইফ

ট্রাইবেকারে মোহামেডানকে হারিয়ে সেমিতে সাইফ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে ট্রাইবেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং।  শনিবার (২ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের পরেও ফল না আসায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। সাদা-কালোদের বিরুদ্ধে ৬-৭ গোলে জয় পেয়েছে কালো-হলুদরা।

নির্ধারিত সময়ে ২-২ গোলে নিষ্পত্তি হয়। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। যোগ করা ৩০ মিনিটে কোনও পক্ষ গোল করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।  খেলার প্রথম মিনিটেই মৌনজির কৌলিদিয়াতির সহায়তায় জালে জড়ান মোহামেডানের মোহাম্মদ আতিকুজ্জামান। তবে মোহামেডানের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সাইফ স্পোটিং। সপ্তম মিনিটের মাথায় বাম পাশ থেকে শাহেদুল আলমের নেয়া কর্নার থেকে ডান পায়ের শটে দলকে সমতায় ফেরান সাইফের ডিফেন্ডার এমানুয়েল আরিওয়াহুকু।

চার মিনিট ব্যবধান আরো একটি দুর্দান্ত গোল করে এগিয়ে যায়  সাইফ।  মোহামেডানের তিন ডিফেন্ডারের ভুলে অরক্ষিত অঞ্চল থেকে বল পেয়ে দারুণ এক গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকু কেনেথ। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান সোলেমন দিয়াবেট। ৪৪তম মিনিটে শাহেদ মিয়ার কর্নার ধরে দারুণ হেডে বল জালে জড়ান মালির এই ফরোয়ার্ড। ফলে ২-২ গোলের সমতায় বিরতিতে যায় উভয়ই।

অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলায় কোন দলই গোল করতে পারেনি। খেলা যায় টাইব্রেকারে।

পাঁচ শটের টাইব্রেকারেও সমান-সমান থাকায় আবারও হয় তিন শটের ট্রাইবেকার হয়। শেষ পর্যন্ত জিতে যায় সাইফ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ