19 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ ডেস্ক : রাজধানীর কদমতলীর জুরাইন পোস্তাগোলা এলাকার হাজী মোসলেউদ্দিন আরবি মাদ্রাসার পাশের একটি রুম থেকে মোহাম্মদ রবি উল্লা রবি(৪৫)নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের বোঝা বইতে না পেরে তিনি হতাশাগ্রস্থ ছিলেন।

রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার দিকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ.রুহুল আমিন জানান, আমরা খবর পেয়ে জুরাইন পোস্তগোলাহাজী মোসলেউদ্দিন আরবি মাদ্রাসা পাশের একটি রুমে চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভাঙ্গারীর ব্যবসা করতেন। অনেক ঋণ হওয়ার কারণে হতাশাগ্রস্থ হয়ে মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি ঢাকার পোস্তগোলা এলাকা আহসান উল্লাহর ছেলে। তিন সন্তানের জনক ছিলেন।

বিএনএ/ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ ক্ষণস্থায়ী জয় হতে পারে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত