বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ বাজার এলাকায় সাততলার ছাদে কাপড় শুকাতে গিয়ে নিচে পড়ে নাইমুন নাহার মিতু (২০) নামে এক গৃহবধূ মারা গেছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় মিতুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মিতু কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিশ্চিত পুর গ্রামের এবাদুর ইসলাম খোকনের মেয়ে। খিলগাঁও থানার সিপাহীবাগ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মৃতের শাশুড়ি সুমি বেগম জানান, আমি দুপুরে তাকে ভাত খেতে বললে সে বলে কিছু কাপড় আছে এগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে এসে খাব। আমরা ওই ভবনের সাততলায় থাকি। পাশের একজন এসে বলতেছে আপনাদের ছাদ থেকে কে যেন পড়ে গেছে। পরে নিচে গিয়ে দেখি আমার ছেলের বউ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলের বউ মারা যায়।
সুমি বেগম আরও বলেন, আমাদের ছাদের চারিদিকে কোনো রেলিং নেই। আমরা ধারণা করছি কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে গিয়ে মারা গেছে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ ওজি/এইচমুন্নী