28 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে যুবদল কর্মীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা

রাউজানে যুবদল কর্মীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা

রাউজানে অস্ত্রসহ দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দিন (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে তাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।

জানা যায়, নাছির উদ্দিন রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া গ্রামের নুর বক্স ড্রাইভারের বাড়ির প্রয়াত দুদু মিয়ার ছেলে। তিনি যুবদলের কর্মী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাথাড়ি  কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও তাঁর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আহত নাছির উদ্দিনের স্ত্রী বেদুরা বেগম বলেন, শনিবার রাত ৯টায় আমার স্বামী বাজার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ওঁত পেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা আমার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে মৃত ভেবে পালিয়ে যায়।
পরে আমার স্বামীর জ্ঞান ফিরলে চিৎকার করেন। আমি গিয়ে দেখি উনি রক্তাক্ত। তিনি শুধু বলেছেন মুখোশপড়া অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে। এরপর তিনি আবার অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি।

বতর্মানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত নাছির কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অস্ত্রধারী এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ‘এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ