বিএনএ ডেস্ক : রাজধানীর মিরপুর শাহআলী উত্তর বিশিল এলাকায় রাস্তার পাশ থেকে তোশক দিয়ে মোড়ানো হাত-পা বাঁধা অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলের দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার উপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক হোসেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালের দিকে উত্তর বিশিল রসুলবাগের ১ নাম্বার রোডের একটি বাড়ির সামনে রাস্তার পাশ থেকে তোশক দিয়ে মোড়ানো ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ওই নারীর হাত-পা গামছা ও তোয়ালে দিয়ে বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে সড়কে ফেলে গেছে ।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে কিনা সেই জন্য ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান ।
বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী