23 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » চকরিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

চকরিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিএনএ, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ জিহাদ (১৬) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনার পশ্চিমে বাঘগুজারা এলাকার নির্জন স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এই ঘটনায় মো. সোহান (২৮) নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সন্দেহভাজন একজনকে স্থানীয়রা আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোহান কোনাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার দলিলুর রহমানের ছেলে।

নিহত কিশোর জিহাদ পাশ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. বাচ্চুর পুত্র।

স্থানীয় বাসিন্দা ও কোনাখালী ইউনিয়ন পরিষদের সদস্য বকুল আকতার জানান- ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে আটককৃত সোহান পেশায় ইজিবাইক (টমটম) চালক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতা সোহান নামের একজনকে আটক করেছে। পরবর্তীতে আরো সবিস্তারে জানা যাবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ