15 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ববিতে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ববিতে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


বিএনএ, ববি :বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃব্যাচ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ৷ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল দশটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.ছাদেকুল আরেফিন ৷

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “বিজয়ের মাসের প্রথম দিনে এমন আয়োজন ইতিবাচক ও প্রশংসনীয় ৷ শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং পড়াশুনার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এই টূর্নামেন্টের আয়োজন করায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানকে সাধুবাদ জানাই ৷পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মধ্যে দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে ৷ ভ্রাতৃত্ব সুলভ আচরণের মাধ্যমে খেলা করার আহবান রাখেন শিক্ষার্থীদের প্রতি।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ৷ তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এরকম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে  ভ্রাতৃত্ব ও বন্ধুসুলভ সম্পর্ক গড়ে ওঠে ৷

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. খোরশেদ আলমসহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ৷

উল্লেখ্য,  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আটটি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৷

বিএনএনিউজ/ রবিউল ইসলাম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ