28 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ দিন ছুটির প্রস্তাব

২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ দিন ছুটির প্রস্তাব

মাউশি

বিএনএ, ঢাকা: আগামী বছরে (২০২২ সাল) সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে শিক্ষাপঞ্জি তৈরির প্রস্তাব করা হয়েছে। ছুটির তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। মন্ত্রণালয় অনুমোদন দিলে তা কার্যকর হবে।

মাউশি সূত্রে জানা গেছে, এবারও প্রধান শিক্ষকের সংরক্ষিত তিন দিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে ৮৫ দিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে।

রমজান মাস, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩১ দিন ছুটি থাকবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৫ দিন বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

ঈদে মিলাদুন্নবী (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত আট দিন ছুটি রাখা হয়েছে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বড়দিন উপলক্ষে ১৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিন ছুটি থাকবে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে। এছাড়া, অন্যান্য গুরুরত্বপূর্ণ দিবস উপলক্ষে ১৫ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ