17 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পর্যটন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ

চট্টগ্রামে পর্যটন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ

চট্টগ্রামে পর্যটন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী ট্রেনের সঙ্গে একটি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় কক্সবাজারগামী ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’র সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রওনা দেয়। দুপুর একটার দিকে পিলারবাহী একটি লরির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। তবে এতে কেউ হতাহত হননি। ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে রেলওয়ে স্টেশনের লোকজন এসে দুর্ঘটনাকবলিত লরিটি রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পাহাড়তলী ইয়ার্ড থেকে আরেকটি লোকোমোটিভ ইঞ্জিন দোহাজারী স্টেশনে পাঠানো হয়েছে। সেখানেই ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ক্ষতিগ্রস্থ লোকোমোটিভ ইঞ্জিনটি দোহাজারী স্টেশন থেকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও বলেন, ষোলশহর ও জান আলী হাট স্টেশনের মাঝামাঝি স্থানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নালার কাজ চলছে। শুক্রবার দুপুরে পিলারবাহী একটি লরি ওই এলাকায় পিছন দিকে ঘুরানোর সময় রেল লাইনে ওঠে যায়। এরপর ট্রেনের সাথে পিলার বোঝাই লরির ট্রাকের ধাক্কা লেগে ছিটকে পড়ে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ