17 C
আবহাওয়া
৯:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গাড়িচালকের মরদেহ উদ্ধার

রাজধানীতে গাড়িচালকের মরদেহ উদ্ধার

রাজধানীতে গাড়িচালকের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে সোহেল মিয়া (৪৮) নামে এক গাড়িচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে । বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর গুলিস্তান ফ্লাইওভারের উপর থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি পেশায় গাড়িচালক। তার মাথা, কপালে, ডান চোখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের আত্মীয় হাবিবুর রহমান জানান, সোহেল পেশায় গাড়িচালক এবং নিজেই মালিক। গতকাল সবুজবাগের উত্তর বাসাবো ঝিলপাড় গ্যারেজে গাড়ি মেরামত করার জন্য যায়। গ্যারেজের মালিক রুবেল বলে গাড়ির কাজের জন্য কিছু পার্টস আনতে হবে। এই বলে সঙ্গে লোক পাঠায়। এ ঘটনার পর সোহেলকে ফোনে পাওয়া যায় না। এ ঘটনায় সোহেলের স্ত্রী শারমিন সবুজবাগ থানায় জিডি করেন। আমরা পরে গিয়ে সোহেলের মরদেহ ঢাকা মেডিকেলে পাই।

তিনি আরও জানান, সোহেলের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

পুলিশ জানায়, নিহতের ব্যাপারে তদন্ত চলছে তদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ