24 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » রাবিতে বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি

রাবিতে বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

বুধববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বুদ্ধিজীবী চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ র‍্যালি প্রসঙ্গে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে আমরা একটি প্রতিবাদ র‍্যালি করেছি। আমরা আহ্বান জানিয়েছি, তারা যেন অবিলম্বে এই সহিংসতা বন্ধ করে। দেশে একটি সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক সেটিই আমরা প্রত্যাশা করি।”

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম বলেন, “হরতাল-অবরোধে যেভাবে নৈরাজ্য চালানো হচ্ছে, সেটি আমরা একদমই চাই না। সামনে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আগাচ্ছে দেশ এবং সেই মোতাবেক বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক এবং নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক—আমরা সেটিই চাই।”

এসময় কর্মসূচিতে সাবেক উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান, বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসক, অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ,ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ অধ্যাপক ড. মিজানুর রহমান,গণিতের বিভাগের অধ্যাপক লুৎফর রহমান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানুসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বিএনএ/ সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ