23 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

অভিনেত্রী

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের টেলিভিশনের জনপ্রিয় মুখ রেঞ্জুষা মেননের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে কেরেলার তিরুঅনন্তপুরুমের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার ঝুলন্ত দেহ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালায়লাম সিরিয়াল ও সিনেমার অত্যন্ত পরিচিত মুখ রেঞ্জুষার লাশ সোমবার (৩০ অক্টোবর) সকালে তিরুঅনন্তপুরুমের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। রেঞ্জুষা একা নন, ওই ফ্ল্যাটে তার স্বামীও থাকতেন। তিনিও টিভি ইন্ডাস্ট্রিতে কর্মরত। জানা যায়, শাড়ি দিয়ে গলায় প্যাঁচ দেওয়া অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন রেঞ্জুষা।

এদিকে রেঞ্জুষা মা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন অভিনেত্রী। অনেকের ধারনা তাহলে সে কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছেন অভিনেত্রী।

রেঞ্জুশা মেনন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশকিছু মালয়ালাম ছবিতেও অভিনয় করেছেন রেঞ্জুশা। ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘আনন্দরাগম’ সিরিয়ালে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ