19 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার

ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার

এরতেজা হাসান আটক

বিএনএ ডেস্ক: প্রতারণা ও জালিয়াতির মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করা হয়েছে। পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

আবু ইউসুফ জানান, গত ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি তিনজন। তারা হলেন, আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম, সেলিম মুন্সী। ওই মামলার তদন্তে ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছে পিবিআিই।

এনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ