26 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে রিকশার ধাক্কায় শিক্ষার্থী আহত

জাবিতে রিকশার ধাক্কায় শিক্ষার্থী আহত

সড়ক দুর্ঘটনা

বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় সামিয়া জামান (দর্শন-৪৮) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১ নবেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্র ও পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী লিথু হালদার বলেন, ‘আমরা প্রীতিলতা হল থেকে জাহানারা ইমাম হলের দিকে যাচ্ছিলাম। এসময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি রিকশা আমার পাশে থাকা সামিয়াকে ধাক্কা দেয়। রিক্সার ধাক্কায় সেখানে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় তাকে এম্বুলেন্সে করে মেডিকেল নিয়ে যাওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘রিকশা চালক অপ্রাপ্ত বয়স্ক ছিলো। এছাড়াও রিকশা চালক তার রিকশায় ব্রেক ছিলো না বলে স্বীকার করে।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)-কে বলেন, ‘ক্যাম্পাসে লাইসেন্স বিহীন রিকশার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা বহিরাগত রিকশা অনুপ্রবেশ ঠেকানোর যথাযত চেষ্টা করি। কিন্তু ক্যাম্পাসের কিছু শিক্ষার্থী বহিরাগত রিকশা নিয়ে জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে। এতে করে ক্যাম্পাসে রিকশার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। তবে আমরা আগামী শনিবার রিকশা অডিট করার সিদ্ধান্ত নিয়েছি।’

আজকের ঘটনায় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেন জানান তিনি।

এর আগে গত ৪ জানুয়ারী জাবিতে দুটি ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী পূজা মজুমদার। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

বিএনএ/সানভীর/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ