24 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধান ও চাল সংগ্রহ শুরু ১০ ন‌ভেম্বর

ধান ও চাল সংগ্রহ শুরু ১০ ন‌ভেম্বর

ধান ও চাল সংগ্রহ শুরু ১০ ন‌ভেম্বর

বিএনএ ডেস্ক: আগামী ১০ ন‌ভেম্বর থে‌কে সরকা‌রিভা‌বে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হ‌বে। এ কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১ নভেম্বর) স‌চিবাল‌য়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। সভা শে‌ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, চল‌তি মৌসু‌মে ২৮ টাকা কে‌জি দ‌রে তিন লাখ মে‌ট্রিক টন আমন ধান এবং ৪২ টাকা কে‌জি দ‌রে পাঁচ লাখ মে‌ট্রিক টন চাল কিন‌বে সরকার।

গত বছর ৪০ টাকা কে‌জি দ‌রে চাল এবং ২৭ টাকা কে‌জি দ‌রে আমন ধান কিনেছিল সরকার।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ