19 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় বিশ্বে প্রাণ হারাল আরও ৬৮৮ জন

করোনায় বিশ্বে প্রাণ হারাল আরও ৬৮৮ জন


বিএনএ ডেস্ক : করোনায় আক্রান্ত বিশ্বে গত ২৪ ঘন্টায় প্রাণ হারাল আরও ৬৮৮ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ১২০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯৫৯ জন।এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৪ হাজার ৫২০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৮৯৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৭২১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯৫ হাজার ৩১৫ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৫০ জন, রাশিয়ায় ৭১ জন, থাইল্যান্ড ও পেরুতে ৩৩ জন করে, ফিলিপাইনে ৪১ জন এবং ইনদোনেশিয়ায় ৩৪ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ