24 C
আবহাওয়া
৯:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দেয়া হবে:স্বাস্থ্যমন্ত্রী

প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দেয়া হবে:স্বাস্থ্যমন্ত্রী

চলাফেরা সীমিত করার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

বিএনএ , ঢাকা: রাজধানীর আটটি স্কুলকে টিকাদান কার্যক্রমের জন্য ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই আট কেন্দ্রে প্রতিদিন পাঁচ হাজার করে ৪০ হাজার শিশুকে টিকা দেয়া হবে জানিয়ে তিনি বলেন,  সেই হিসাবে একটি কেন্দ্রে দৈনিক পাঁচ হাজার শিশুকে টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার(১ নভেম্বর)  রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে  এ কথা বলেন তিনি।

সে সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,এখনই ১২ বছরের কম বয়সীদের টিকা দেয়া হবে না । শিক্ষার্থীদের টিকা দিয়ে কোনো সঙ্কট নেই। তাদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত এ টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ ডোজ দেয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেয়া হবে বলে জানান জাহিদ মালেক।

বিএনএ/ওজি,আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ