বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দখলে নিয়ে ব্যবসা করায় ১০ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ অক্টোবর) উপজেলার কানুনগোপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, সরকারি সড়কের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে যানবাহন এবং জনসাধারণের চলাচল ব্যাহত করায় ১০ মামলায় ১০ জন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বোয়ালখালীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসময় আরও উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ