বিএনএ ডেস্ক :আংসান সূচীকে সরিয়ে মায়ানমারে সামরিক জান্তার ক্ষমতা দখল আট মাস পেরিয়ে গেছে । এর মধ্যে সামরিক জান্তা হত্যা করেছে ১ হাজার ১৪৬ জন আন্দোলনকারীকে। ৬ হাজার ৯২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে । পর্যবেক্ষকরা বলছেন, বিশ্ব নেতৃত্ব এর একটিা বিহিত না করলে দেশটি সম্পূর্ণ ঝুঁকিতে পড়বে। ।
ব্যাংকক ভিত্তিক অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, সামরিক জান্তারা এখনও তার দাবির প্রমাণ দিতে সক্ষম হয়নি। কমপক্ষে ১ হাজার ১৪৬ জনকে হত্যা করেছে এবং৬ হাজার ৯২১ জনকে গ্রেপ্তার করেছে।
রাজনৈতিক সংকট ছাড়াও আন্দোলনরত ডাক্তারদের গ্রেফতারের কারণে করোনাকালীন চিকিৎসা সেবা দারুণ ভাবে ব্যাহত হয়েছে। মিয়ানমারে করোনায় এ পর্যন্ত ১৭ হাজার ৬৮২ জনের মৃত্যু এবং ৪ লক্ষ ৬২ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর মায়ানমারের সামরিক জান্তা বিরোধী ছায়া সরকার (এনইউজি) দেশব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করে এবং জনগণকে সরাসরি বিদ্রোহের আহবান জানায়।
অস্থিতিশীলতার কারণে অনেক বিনিয়োগকারীরা সেই দেশ ছেড়ে পালিয়ে গেছে । বেড়ে গেছে বেকারত্বের হার। । ইউএস ডলারের বিনিময় হার বৃহস্পতিবার বেড়ে ১ হাজার ৯৮০ কিয়াতের কাছাকাছি পেীঁছে ।সঞ্চয়পত্র ভেঙ্গে খাচ্ছে অনেকে। মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বেড়ে ছে। । দেশের বৃহত্তম বাণিজ্য অঞ্চল মিউজ চীনের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে, অন্য প্রতিবেশী দেশগুলির সাথেও সীমান্ত বন্ধ রয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে মিয়ানমারের জিডিপি নেতিবাচক ১৮.৪ শতাংশ হ্রাস পাবে।
কথা হচ্ছে, নেতৃত্বের ব্যর্থতা সত্ত্বেও সামরিক জান্তা রাশিয়া ও চীনের সমর্থন পেয়েছে। এনইউজি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব নাইং হটু অং বলেন, সেনাবাহিনী দখল করার পর থেকে নিরীহ মানুষকে নির্মমভাবে দমন করা হয়েছে এবং তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে। নৃশংসতার কারণে হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়েছে, ”
“এনইউজি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়গুলোতে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু কোনো কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ আসেনি এবং সামরিক বাহিনীর অত্যাচার আরও বেড়ে গেছে। এই কারণেই জনগণ এবং এনইউজি উভয়ের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার অপেক্ষা না করে আত্মরক্ষায় যুদ্ধ শুরু করা ছাড়া অন্য কোন বিকল্প ছিল না।”
তিনি বলেন, “আমরা [জান্তার উপর] আন্তর্জাতিক চাপ আনতে কঠোর পরিশ্রম করছি, কিন্তু একই সাথে যারা বাড়িতে আছে তাদের লড়াইও গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে আটক হন শান্তিতে নোবেলজয়ী সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রেখে রাষ্ট্রের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বিএনএ/ ওজি, জিএন
তথ্যসূত্র: রেডিও ফ্রি এশিয়া
।