25 C
আবহাওয়া
৪:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নৌযানের ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা কমলো

নৌযানের ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা কমলো

নৌযান চলাচলে সনদধারী ড্রাইভার ও মাস্টার এর তীব্র সংকট

বিএনএ, ঢাকা : নৌযানে যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় নৌযানের ভাড়ায় এই সমন্বয় করা হলো।

নতুন এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে কার্যকর হবে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

নৌযানের যাত্রীভাড়া হ্রাস করার ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা হতে ১৫ পয়সা হ্রাস করে ২.৮৫ টাকা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২.৬০ টাকা থেকে ১৫ পয়সা হ্রাস করে ২.৪৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে । জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা হ্রাস করে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত মাসে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ৩ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২.৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া রয়েছে সর্বনিম্ন ৩৩ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ