বিএনএ, ফেনীঃ অস্ত্রোপচারের মাধ্যমে ফেনীতে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ একটি বেসরকারি হাসপাতালে চার সন্তানের জন্ম দেন তিনি।
জন্ম নেওয়া চার সন্তানের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। ফারজানা আক্তার খাগড়াছড়ির রামগড়ের সোনাইপুল এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।
সুত্র জানান, ফারজানা আক্তার দীর্ঘদিন সাব-ফার্টিলিটিতে ভুগছিলেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।
হাসপাতালের ডাক্তার রোকসানা বেগম স্বপ্না বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা ও তারা সুস্থ আছেন।
বিএনএ/নিজাম,এমএফ