25 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ২১ শতক শেষে জনসংখ্যা হবে ৮ কোটি ১০ লাখ: পরিকল্পনামন্ত্রী

২১ শতক শেষে জনসংখ্যা হবে ৮ কোটি ১০ লাখ: পরিকল্পনামন্ত্রী

ডিস্টার্ব করার অভ্যাস আছে মিয়ানমারের: পরিকল্পনামন্ত্রী

বিএনএ ডেস্ক: ল্যানসেটের বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা ৮ কোটি ১০ লাখ হবে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ কথা জানান তিনি।

এম এ মান্নান বলেন, একটি বিষয় বিশেষ লক্ষণীয় যে, বাংলাদেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। ১৯৮১ সালে এ হার ছিল ২ দশমিক ৮৪ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২ দশমিক ০১ শতাংশ, ২০০১ সালে ১ দশমিক ৫৮ শতাংশ, ২০১১ সালে ১ দশমিক ৪৬ শতাংশ ও সর্বশেষ ২০২২ সালে এটি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ শতাংশে।

মন্ত্রী বলেন, আমরা দেখতে পাই গত ৪৮ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধির গতির হার উল্লেখযোগ‌্য হারে কমেছে। বিশ্ব বিখ্যাত ল্যানসেট গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা এই শতকের মাঝামাঝি পর্যন্ত বেড়ে পরে আবার কমতে শুরু করবে। ২১ শতকের শেষে দেশের জনসংখ্যা দাঁড়াবে ৮ কোটি ১০ লাখে। অর্থাৎ বর্তমান জনসংখ্যার তুলনায় অর্ধেক।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ