বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ২০ নেতাকর্মী হতাহতের ঘটনায় লিখিত উদ্বেগ প্রকাশ করেছে মিরসরাই উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) বিকালে উপজেলা বিএনপি নেতাদের স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি,পরিবহন খাতে ভাড়া বৃদ্ধিসহ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নুর ও সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী চলাকালে মিরসরাই উপজেলা, পৌরসভা ও বারৈয়ারহাট পৌর সভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবলীগ ও ছাত্রলীগ নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে অবস্থান গ্রহণ করে। এছাড়া বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি প্রদান করে। বিভিন্ন স্থানে হামলা করে আমাদের ২২ নেতা কর্মীদের গুরুতর যখম করে। এঘটনায় বিএনপি নেতৃবৃন্দ এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিদাবি করেন।
বিএনএ/আশরাফ, এমএফ