20 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » অস্ট্রেলীয় দলে যুক্ত হওয়া কে এই বিস্ফোরক ব্যাটার?

অস্ট্রেলীয় দলে যুক্ত হওয়া কে এই বিস্ফোরক ব্যাটার?

অস্ট্রেলীয় দলে যুক্ত হওয়া কে এই বিস্ফোরক ব্যাটার

বিএনএ, ক্রীড়া ডেস্ক :  সিঙ্গাপুরের তারকা ব্যাটার টিম ডেভিড। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে  দেড় মাস বাকি থাকতেই তাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া।বাবা রড ডেভিড অস্ট্রেলিয়ান হলেও টিম ডেভিডের জন্ম সিঙ্গাপুরে। পেশাগত কাজে নব্বইয়ের দশকে সিঙ্গাপুরের বাসিন্দা হন রড ডেভিড। কাজের পাশাপাশি সিঙ্গাপুরের জাতীয় দলেও খেলেছেন রড।

১৯৯৭ আইসিসি ট্রফিতে সিঙ্গাপুরের হয়ে খেলেন এ অস্ট্রেলীয়। মালেয়েশিয়ার বিপক্ষে ১০ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে দলকে জয় উপহার দেন।

পরে ছেলে ডেভিডকে নিয়ে স্বদেশে ফিরে যান রড। স্থায়ী হন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়। বাবার ইচ্ছায় সেখানেই ক্রিকেট খেলা শেখেন ডেভিড। নিজেকে পরিণত করেন মারকুটে ব্যাটারে।আর এই বিস্ফোরক ব্যাটার এবার জায়গা পেলেন অস্ট্রেলীয় দলে।

তবে ডেভিডের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে সেই সিঙ্গাপুরের হয়েই।জন্ম পরিচয়ের সূত্রে ডাক আসে সিঙ্গাপুরের হয়ে খেলার। তিনি লুফে নেন। ২০১৯ সালে কাতারের বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক ঘটে। দেশটির হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলে ৪৬.৫০ গড়ে ১৫৮.৫২ স্ট্রাইক রেটে ৫৫৮ রান করেছেন ডেভিড।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ